দুদকের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করেনি, করবেও না: কাদের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৫:৫০
দুর্নীতি দমন কমিশন স্বাধীন এবং তাদের স্বাধীনতায় সরকার কখনো হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধনকালে তিনি বলেন, “এটা (দুর্নীতি) বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এখানে দুর্নীতি নেই এমন দাবিতো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে আর রাজনীতিবিদরা করে না, এটাতো বলা ঠিক নয়।
“কারণ আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে।”