‘অস্কার’, ‘লাল কার্ড’: গুলবদিনের চোট-কাণ্ডে কী বলছে ক্রিকেটবিশ্ব

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ২২:১১

১০ টা ১ মিনিটে গুলবদিন নাইব হাঁটতেই পারছেন না। ১০ টা ৩১ মিনিটে জয়ের উদযাপনে সবচেয়ে দ্রুত ছুটছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। দুই সময়ের ছবি যোগ করে মিম তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইবের ইনজুরি হাস্যরসের কারণই হয়ে দাঁড়িয়েছে। তবে একই সঙ্গে তার এই ঘটনা ক্রিকেটবিশ্বে আলোচনার জন্মও দিয়েছে।


তীব্রভাবে যেমন সমালোচনা করেছেন সাইমন ডুল। মজার ছলে দারুণ এক মন্তব্য করেছেন ইয়ান স্মিথ। ম্যাচশেষে রশিদ খান বলেছেন- ম্যাচে বিশাল পার্থক্য গড়ে দেয়নি, এটা হতেই পারে। ভারতের কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক্সে লিখেছেন, 'গুলবদিন নাইবের জন্য লাল কার্ড'। নাইবের ইনজুরিকে অনেকে আখ্যা দিচ্ছেন 'অভিনয়', 'নাটক' বলে! ধারাভাষ্যে জিম্বাবুয়ের পমি মবঙ্গোয়াও বলতে দ্বিধা করেননি, 'অস্কার, ইমি?'


বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের ঘটনা। বৃষ্টির পানি পড়তে শুরু করেছে। মাঠের বাইরে থেকে আফগানিস্তানের কোচ জনাথন ট্রট বলতে থাকেন, 'স্লো ডাউন'। ১১.৪ ওভারের খেলা শেষে তখন বাংলাদেশ ডিএলএস পদ্ধতিতে ২ রানে পিছিয়ে ছিল। সেসময় টাইগারদের স্কোর ছিল ৭ উইকেটে ৮১ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও