‘আহ্বানে সাড়া’ দেওয়ার ওপর নির্ভর করে সম্পর্ক কতদূর যাবে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১৭:৪১
‘দেখ দেখ পাখিটা কত সুন্দর’- রাখীর কথাতে বই থেকে মাথা তুলে পাখিটা খোঁজা শুরু করলো রাফি। আর ঠিক সেই সময়েই রাখী বুঝে ফেললো, তাদের সম্পর্কের মাত্রাটা অনেক আন্তরিক।
শারীরিক বা মৌখিকভাবে এভাবে সাড়া দেওয়ার মাত্রার ওপর সম্পর্ক কতটা স্থায়ী হতে পারে সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত হওয়া যায়।
আর এই ধারণা পর্যবেক্ষণমূলক গবেষণার মাধ্যমে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিয়াটল’য়ে অবস্থিত ‘গটম্যাট ইন্সটিটিউট’য়ের সম্পর্ক-বিষয়ক অভিজ্ঞরা।
তারা এই পন্থার নাম দিয়েছেন ‘বিডস ফর কানেকশন’।
দম্পত্তিদের নিয়ে ৪০ বছর ধরে গবেষণায় অভিজ্ঞ ও প্রতিষ্ঠানের মনোবিজ্ঞানী ডা. জুলি শোয়ার্টজ গটম্যান বলেন, “এই ধরনের সাধারণ আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টা হয়ত অন্যের কাছে গুরুত্ব পায় না। তবে দুজনের ক্ষেত্রে এই ভঙ্গি গুরুত্বপূর্ণ।”
- ট্যাগ:
- লাইফ
- দাম্পত্য জীবন
- স্থায়িত্বকাল