বেকিং সোডা যেসব কাজে ব্যবহার করতে পারেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১৭:১৯

বেকিং সোডা সাধারণত খাবার তৈরিতে ব্যবহার করা হয়। কেক, বিস্কুট, পিঠা ইত্যাদি তৈরিতে বেকিং সোডার প্রয়োজন পড়ে একথা তো সবারই জানা। তবে এই সোডার আরও কিছু ব্যবহার রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের বেশিরভাগেরই অজানা। বাড়িতে বেকিং সোডা থাকলে তা রান্নার কাজে ছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করতে পারেন। কোন কাজগুলো? চলুন জেনে নেওয়া যাক?


১. টুথপেস্ট


আপনার টুথপেস্ট ফুরিয়ে গেলে দাঁত ব্রাশ করার কাজে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এটি আলতোভাবে ঘষে দাঁত মাজুন। এতে দাঁত পরিষ্কার এবং ঝকঝকে হবে। এটি বিকল্প টুথপেস্ট হিসেবে চমৎকার কাজ করে। আপনাকে যা করতে হবে তা হলো নারিকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নেওয়া এবং তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে নেওয়া।


২. ডিওডোরাইজার


হ্যাঁ! বেকিং সোডা গন্ধ শোষণ করতে পারে! যদি আপনার অ্যান্টিপারস্পাইরেন্টের হাতের কাছে না থাকে তবে দ্রুত এবং জরুরি প্রয়োজন হিসাবে আপনার বগলের নিচে কিছুটা বেকিং সোডা লাগিয়ে নিন। আর কীসে ব্যবহার করবেন? বেকিং সোডা জুতা, মোজা, ড্রয়ার, ফ্রিজ, মাইক্রোওয়েভ ইত্যাদি থেকেও গন্ধ শোষণ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও