পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে বড় ইলিশ ধরা পড়ছে
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ১৬:৪৫
দুই মাস বন্ধ থাকার পর ১৪ জুন থেকে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে ইলিশ মাছ ধরা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে মাছ কম উঠলেও ইলিশের সাইজ বড় হওয়ায় হাসি ফুটেছে জেলে ও ব্যবসায়ীদের মুখে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পশ্চিমবঙ্গের সমুদ্রে নেমে পড়েছে অন্তত পাঁচ হাজার মাছ ধরার ট্রলার। পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস আজ রোববার সকালে প্রথম আলোকে বলেছেন, সমুদ্রে নামা মাছ ধরার ট্রলারের মধ্যে বেশ কিছু ট্রলার ইলিশসহ অন্যান্য মাছ ধরে মৎস্য বন্দরে নিয়ে আসে। আর এবারের ইলিশের সাইজ দেখে হাসি ফুটেছে জেলেদের মুখে। মাছের আকার বড় হওয়ায় জেলেরা খুশি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পশ্চিমবঙ্গে
- ইলিশ
- সমুদ্র উপকূল