১০ মিনিটের চার্জে ইয়ারবাড চলবে ৭ ঘণ্টা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ জুন ২০২৪, ২০:১৮
বর্তমানে জনপ্রিয় যে কয়েকটি গ্যজেট ব্র্যান্ড আছে তার মধ্যে রিয়েলমি অন্যতম। বিশেষ করে স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ইয়ারফোনের জন্য। এবার নতুন একটি ইয়ারবাড নিয়ে এলো সংস্থাটি। শিগগির লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো মডেল।
নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকতে চলেছে রিয়েলমির আসন্ন ইয়ারবাডসে। এছাড়াও রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো ডিভাইসের ডুয়াল ড্রাইভার্স থাকবে। সেই সঙ্গে থাকবে ডুয়াল ডিভাইস কাঙ্কেটিভিটি। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে এই ইয়ারবাডস সংযুক্ত করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রিচার্জ
- ওয়্যারলেস ইয়ারবাড
- ইয়ারবাড