যেভাবে রাশিয়া আর যুক্তরাষ্ট্র দুই দেশেরই বন্ধু ভিয়েতনাম
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুন ২০২৪, ১৯:৫৪
উত্তর কোরিয়ার পর ভিয়েতনাম সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর মাধ্যমে ভিয়েতনাম দক্ষিণ–পূর্ব এশিয়ার একমাত্র দেশ হিসেবে একটি অর্জনও করে ফেলেছে। গত এক বছরে দেশটি চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের অতিথি হিসেবে পেয়েছে। বিশ্বে এই তিন দেশ এখন সবচেয়ে বড় সামরিক শক্তির অধিকারী।
নিকেই এশিয়া জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম হ্যানয়ে এক বৈঠক করেন। এরপর দুই নেতা শান্তির গুরুত্ব নিয়ে কথা বলেন। একই সঙ্গে দেশ দুটির পারস্পরিক সম্পর্ক যে একটি অগ্রাধিকারের জায়গা—সেটি জোর দিয়ে উল্লেখ করেন বলে ভিয়েতনামের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়।