রাজনীতিবিদেরা কি চাঁদা তুলে ভাত খাবে, ব্যবসায় আপত্তি নেই: ওবায়দুল কাদের
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুন ২০২৪, ১৬:৪৯
রাজনীতিবিদেরা ব্যবসা করলে আপত্তি নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদেরা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে পরিবার চালাবে? সৎ ব্যবসা করলে আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স।’
আজ শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিফ্রিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মাঠ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
- ট্যাগ:
- রাজনীতি
- ব্যবসায়ী
- রাজনীতিবিদ
- ওবায়দুল কাদের