‘পণ্য আমদানি-রপ্তানির চেয়ে বেশি গুরুত্ব কর্মসংস্থান সৃষ্টি করা’
রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানির বিকল্প নেই। আমরা কত টাকার পণ্য আমদানি করলাম, কত টাকার রপ্তানি করলাম, সেটা বড় কথা নয়। বড় কথা আমরা কত কর্মসংস্থান সৃষ্টি করতে পারলাম। আমরা যত বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারব, তত আমাদের মূল্য সংযোজন হবে।
বৃহস্পতিবার (২০ জুন) ‘বাংলাদেশের বাণিজ্য নীতি: বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন। টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, যদি রপ্তানি বাড়াতে হয়, তাহলে কাঁচামাল আমদানির বিকল্প নেই। যত কম মূল্য সংযোজন হোক, এই ভ্যালু চেইনটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে সবকিছু আমদানি করতাম। আমরা শুধু সেগুলো কেটে, বানিয়ে, প্যাকেট করে তাদের পাঠাতাম। এখানে শূন্য মূল্য সংযোজন ছিল। তখন এতে আমাদের শুধু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন এখানে প্লাস্টিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কার্টন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এগুলো সব নিজ থেকে গড়ে উঠছে। কিছুই করতে হচ্ছে না।