উইন্ডোজ পিসিতে এক্সবক্স কন্ট্রোলার সংযোগের নিয়ম
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ২২:৫৩
                        
                    
                যাদের কাছে গেইমিং ডিভাইস এক্সবক্স নেই কিন্তু উইন্ডোজ পিসিতে বসেই এক্সবক্সের মতো গেইম খেলা উপভোগ করতে চান, এবং একসঙ্গে অনেকে গেইম খেলার জন্য পিসির সঙ্গে এক্সবক্স কন্ট্রোলার জুড়ে দেওয়ার দরকার হতে পারে।
একজন ব্যবহারকারীর পিসি ও ডিভাইসের ওপর ভিত্তি করে এক্সবক্স কন্ট্রোলার পিসিতে যুক্ত করার বিভিন্ন উপায় রয়েছে। ওয়্যারলেস সংযোগ কিংবা কেবল সংযোগের মাধ্যমে একটি কন্ট্রোলার পিসির সঙ্গে সংযোগ করা যায়।
চলুন প্রযুক্তি বিষয়ক সাইট হাও-টু গিক-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে জেনে নেওয়া যাক পিসিতে কন্ট্রোলারের সংযোগ দেওয়ার সহজ তিনটি নিয়ম।
- ট্যাগ:
 - প্রযুক্তি
 - গেমিং কনসোল