চ্যানেল আইতে ‘কৃষকের ঈদ আনন্দ’, এটিএনে ‘অন্তরে অন্তরে’

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ১২:১৩

সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের দ্বিতীয় দিনে কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।


বিটিভি


বিকেল ৪টা ১০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘হংস মিথুন’। বিকেল ৫টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘অবিরাম দেবদাস’। রাত ১০টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান। অংশগ্রহণে পিন্টু ঘোষ, আতিয়া আনিসা।


এটিএন বাংলা


সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একক নাটক ‘জামাই নাম্বার ওয়ান’। অভিনয়ে মোশাররফ করিম, মাহি। রাত ৮টা ৪৫ মিনিটে একক নাটক ‘অন্তরে অন্তরে’। অভিনয়ে জোভান, সাদিয়া আয়মান। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মিস্টার চালাক’। অভিনয়ে নিলয়, হিমি।


চ্যানেল আই


বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘নিশাতের দিনলিপি’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, প্রান্তর দস্তিদার। বিকেল ৪টা ৩০ মিনিটে ফারমার্স গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা শাইখ সিরাজ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘হবিগঞ্জের হরবোলা’। নাট্যরূপ ও পরিচালনা আফজাল হোসেন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একক নাটক ‘নয়নতারা’। অভিনয়ে তৌসিফ, তটিনী। রাত ৯টা ৩৫ মিনিটে একক নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মাহা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও