You have reached your daily news limit

Please log in to continue


ব্যাপক গরম-তাপ প্রবাহের মধ্যে ঈদ পালন করছে মধ্যপ্রাচ্যের ৪ দেশ

আরবি চান্দ্রবর্ষের হিসেব অনুযায়ী আজ রোববার ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করছে মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন অঞ্চল। তবে ব্যাপক গরম ও তাপপ্রবাহের কারণে মধ্যপ্রাচ্যের অন্তত চারটি দেশে ঈদের আমেজ সেভাবে পরিলক্ষিত হচ্ছে না।

এই চার দেশ হলো লেবানন, ইরাক, মিসর এবং জর্ডান। বিশেষ করে যারা দরিদ্র, তাদের ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশি।

লেবাননের দরিদ্র শহর বালবেকের বাসিন্দা মোহাম্মেদ কাসেম আমিরাতভিত্তিক দৈনিক দ্য ন্যাশনালকে জানান গত কয়েক দিন ধরে অসহ্য গরমের কারণে তারা পারতপক্ষে বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন না।

‘এখানে অধিকাংশ মানুষের বাড়িতে এসি নেই। সিলিং কিংবা টেবিল ফ্যানই ভরসা। কিন্তু এখন ফ্যানের বাতাসেও শান্তি পাওয়া যাচ্ছে না। অনেকের বাড়িতে ফ্যানও নেই। তাদের অবস্থা আরও ভয়াবহ,’ দ্য ন্যাশনালকে বলেন কাসেম।

লেবাননের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটির অধিকাংশ এলাকায় এখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে।। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় এই তাপ কম হলেও লেবাননের হিসেবে অনেক বেশি। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিগত গ্রীষ্মকালগুলোর তুলনায় এবারের গ্রীষ্মকালে লেবাননের তাপমাত্রা অন্তত ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন