![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252F37aca4da-1db0-4b03-b647-f8c7277fc803%252F_RAJ6623.jpg%3Frect%3D0%252C0%252C4896%252C3264%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D50%26w%3D640)
ঈদের আগে সব পোশাকশ্রমিক কি বেতন-ভাতা পেলেন
ঈদ আসলেই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল শনিবার বিকেল পর্যন্ত কয়েকটি কারখানার বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা ছিল।
অবশ্য তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আজ দাবি করেছেন, তাদের সদস্য সচল কারখানার সবগুলোই শ্রমিকের গত মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছে। অন্যদিকে দুইটি শ্রমিক সংগঠনের নেতা বললেন, অনেক শ্রমিককেই বেতন-ভাতা পেতে কারখানার ভেতরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ভালো কিছু কারখানা ছাড়া অধিকাংশই শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছে ‘নামমাত্র’।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের বিষয়টি তদারকি করে বিজিএমইএ। তাদের প্রতিবেদন অনুযায়ী, সংগঠনটির সচল কারখানার সংখ্যা ২ হাজার ১৬০ টি। তার মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৫টি ও চট্টগ্রামে ৩২৫ টি। এসব কারখানার মধ্যে পাঁচটি গতকাল পর্যন্ত মে মাসের বেতন পরিশোধ করেনি। কারখানাগুলো হচ্ছে-গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেলস প্লাস, বেসিক নিটওয়্যার ও বেসিক ক্লথিংয় এবং ডেনিস নিটওয়্যার।