কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বড় গরু যে কেউ কিনবে না, ভাবতে পারি নাই’

প্রথম আলো উত্তরা প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৫:৫৬

‘এই হাটে (উত্তরা দিয়াবাড়ি) যেদিন আসি, সেদিনই একটি সুপারশপ থেকে আমার তিনটি গরুর দাম ১৩ লাখ টাকা বলেছিল। কিন্তু সেদিন বিক্রি করি নাই। আশা ছিল, আরও দাম পাব। কিন্তু বড় গরু যে কেউ কিনবে না, ভাবতে পারি নাই। গরুগুলো বাড়িতে ফিরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।’


কথাগুলো রাজশাহীর পুঠিয়ার খামারি ইদ্রিস আলীর। এলাকায় তাঁর ‘গ্রিন এগ্রো’ নামে ডেইরি ফার্ম (দুগ্ধ খামার) আছে। এই খামারেই গাভি থেকে যে এঁড়ে বাছুর হয়, সেগুলো তিনি কোরবানির ঈদে বিক্রির জন্য পালেন।


আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে কথা হয় ইদ্রিসের সঙ্গে। সে সময় পর্যন্ত ইদ্রিসের এই হাটে আনা বড় আকারের দুটি গরু অবিক্রীত ছিল। তবে আগে তিনি একটি বড় গরু বিক্রি করতে পেরেছিলেন।


আজ উত্তরার এই হাটের বেশির ভাগ জায়গা ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, হাটে থাকা বেশির ভাগ গরুর গত রাতেই বিক্রি হয়ে গেছে। এখন শুধু আকারে বড়, এমন গরু অবিক্রীত আছে। এ ছাড়া কিছু গরু আজ সকালে হাটে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও