কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরের বিশ্বকাপের টিকিট পেয়েছে যুক্তরাষ্ট্র, বাদ পড়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের কী হবে

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১৫:৪৯

ফ্লোরিডার লডারহিলে কাল ম্যাচ হয়নি। প্রতিকূল আবহাওয়ায় পণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্র–আয়ারল্যান্ড ম্যাচ। খেলা মাঠে না গড়ালেও হাসি নিয়ে হোটেলে ফিরেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ম্যাচ পণ্ড হওয়ায় পাওয়া ১ পয়েন্টের সুবাদে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলা দলটি। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড।


শুধু পরের পর্বেই নয়, সুপার এইটে ওঠার মাধ্যমে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, সুপার এইট যদি যুক্তরাষ্ট্রকে পরের বিশ্বকাপের টিকিট এনে দেয়, তাহলে সুপার এইটে না উঠতে পারা পাকিস্তানের কী হবে? একই প্রশ্ন নিউজিল্যান্ডের জন্যও। ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের পেছনে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে কেইন উইলিয়ামসনদের। এবার সুপার এইটে না খেলা নিউজিল্যান্ড কি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও