কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুশি তৃণমূল, অসন্তুষ্ট নেতাদের কেউ কেউ

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ২১:৪১

সরকার পতনের আন্দোলন ও কমিটি পুনর্গঠনে ব্যর্থতার কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে স্থানীয় নেতা–কর্মীরা মনে করছেন। এতে খুশি তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীরা। তবে দু-একজন নেতা অসন্তুষ্ট হয়েছেন। তৃণমূল নেতা–কর্মীরা জানান, তিন মাসের আহ্বায়ক কমিটি সাড়ে তিন বছরেও পূর্ণাঙ্গ করতে পারেনি। আর নির্বাচনের আগে আন্দোলনে রাস্তায় ছিলেন নেতারা। সংগঠিত করতে পারেনি কর্মীদের। কমিটি না থাকায় সাংগঠনিকভাবেও দুর্বল ছিল দলটি।


এদিকে নতুন কমিটিতে কারা আসতে পারেন, তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। তবে তৃণমূলের নেতা–কর্মীরা জানান, আন্দোলন–সংগ্রামে দলকে এগিয়ে নিতে পারেন, সবার গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতাদের চট্টগ্রাম মহানগর বিএনপির কান্ডারির দায়িত্ব দেওয়া উচিত। নইলে কাজের কাজ কিছুই হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও