ইউরোপের নতুন অশান্তিতে চওড়া হচ্ছে পুতিনের হাসি
ভ্লাদিমির পুতিনের অন্তর্ভেদী চোখ দিয়ে ইউরোপের ক্রমবর্ধমান অশান্তিটাকে দেখে নেওয়া যাক। রাশিয়ার এই স্বৈরাচারী শাসক যে দুর্দান্ত একটা বসন্তকাল পার করছেন, সেটা বোঝার জন্য তাঁর হাসিমাখা মুখের ছবি কল্পনা করার প্রয়োজন নেই।
ইউরোপীয় শক্তির কেন্দ্রে থাকা দুটি দেশ—ফ্রান্স ও জার্মানি রাজনৈতিক পচনের একেবারে শেষ স্তরে গিয়ে পৌঁছেছে। গভীর অর্থনৈতিক সংকট এই পচনকে আরও তীব্র করেছে।