কাজের মাঝে ল্যাপটপ বন্ধ হয়ে গেলে করণীয়
আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। তবে কিছুদিন ল্যাপটপ ব্যবহারের পর কিংবা নতুন ল্যাপটপও দেখা যায় স্লো হয়ে যায়।
জরুরি কাজের সময় ল্যাপটপ ঠিকমতো কাজ করে না। স্লো হয়ে গিয়ে ঝামেলায় পড়তে হয়। অনেক সময় আবার দেখা যায় হঠাৎ করে ল্যাপটপের চার্জ শেষ হয়ে যায়। তখন পড়তে হয় বড় ঝামেলায়। এই পরিস্থিতি থেকে বাঁচার কয়েকটা পদ্ধতি রয়েছে। জেনে নিন সেসব-
১. পাওয়ার সেভার মোড অন করতে হবে করতে পারেন। আজকাল বেশিরভাগ ল্যাপটপেই পাওয়ার সেভার মোড থাকে। এটা অন করলে ব্যাটারি বাঁচানোর জন্য নির্দিষ্ট কিছু ফিচার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যেখানে চার্জ করার উপায় নেই, সেখানে ল্যাপটপ চালালে পাওয়ার সেভার মোড অন করে রাখা উচিত।
২. স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। স্ক্রিনের ব্রাইটনেস ব্যাটারির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাই ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। তাহলে ব্যাটারির আয়ু বাড়বে।