শিশুর গলায় ফলের বীজ আটকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে

প্রথম আলো প্রকাশিত: ১২ জুন ২০২৪, ২০:৪৩

একটু বড় হওয়ার পর শিশুরা সামনে যা পায়, তা–ই মুখে দিতে থাকে। অনেক সময় বাচ্চাদের এই অতি কৌতূহল হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ। মৌসুমি ফলের এ সময় শিশুকে ফল খেতে দেওয়ার সময়ও সাবধান থাকুন। শ্বাসনালিতে হঠাৎ ফলের বীজ বা কোনো বস্তু আটকে গিয়ে বড় দুর্ঘটনায় শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।
 
যেকোনো বয়সেই গলায় কিছু আটকে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এমনটা ঘটার শঙ্কা বেশি। শিশুদের যেসব জিনিস গলায় বেশি আটকায় সেগুলোর মধ্যে আছে বাদাম, বিভিন্ন ফলের বীজ, শুকনা ফল, খাবার বা খেলনার ভাঙা অংশ, ছোট ব্যাটারি, বোতাম, গয়না, পুঁতি, পিন, কাগজের ক্লিপ, ট্যাপ, পেরেক, মার্বেল ইত্যাদি। এখন গ্রীষ্মকাল। বাজারে আম, জাম, লিচু, কাঁঠালের সমারোহ। একদিকে যেমন লোভনীয় রসালো ফল, তেমনি এসব অনেক ফলেই আছে ছোট বীজ। প্রতিবছরই দেখা যায়, এ সময় গলায় বীজ আটকে অনেক শিশু দুর্ঘটনায় পড়ে। অনেক বাবা–মা শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। তাই কিছুটা সাবধান থাকলে এই দুর্ঘটনা কমানো সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও