![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252F544ae4f5-9034-42ef-b3f4-0b4f07f8ec0a%252FUntitled_1.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C1067%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
বিজেপির সভাপতি নিয়োগ নিয়ে কি মোদির সঙ্গে আরএসএসের দূরত্ব আরও বাড়বে
প্রথম আলো
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ২০:০৫
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের পর নির্বাচনী বিপর্যয় নিয়ে এবার বিজেপির সমালোচনায় মুখর হলো সংঘের মুখপত্র ‘অর্গানাইজার’। সেখানে এক নিবন্ধে বলা হয়েছে, বিজেপির নেতা–কর্মীরা মাটির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তাঁরা উড়ছিলেন। এই ভোট তাঁদের জমিতে ফিরিয়ে এনেছে।
মোহন ভাগবত যেদিন নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন, তার এক দিন পরই গতকাল মঙ্গলবার অর্গানাইজারে বিজেপির নেতা–কর্মীদের সমালোচনা করেন সংঘের অন্যতম সদস্য রতন সারদা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিয়োগ
- বিজেপি
- সভাপতি