এলাচের স্লিপ বেচে ৫০ কোটি টাকা হাতিয়ে ব্যবসায়ীর চম্পট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ২১:১২
পুরো বছরে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টন এলাচের চাহিদা থাকে দেশে। অথচ চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনেই বিক্রি হয় হাজার টনের বেশি। তবে বাস্তবে কোনো এলাচ বিক্রি হয় না। ডিও ব্যবসার নামে স্লিপ হাত বদল করে দাম বাড়িয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা। এতে দেড় হাজার টাকা কেজির এলাচ গত মাস থেকে বিক্রি হচ্ছে চার হাজার টাকার বেশিতে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এলাচের এ ব্যবসাকে ‘জুয়া’ আখ্যা দিয়েছেন। এবার সেই এলাচ বিক্রির নামে সাদা কাগজ ধরিয়ে দিয়ে ৫০ কোটি টাকা নিয়ে লাপাত্তা নাজিম উদ্দিন নামে এক ব্যবসায়ী। এতে ধরাশায়ী অন্তত ৪০ ব্যবসায়ী। তবে কোটি কোটি টাকা হারিয়েও কেউ আইনের আশ্রয় নিচ্ছেন না। কেউ থানায় অভিযোগও করেননি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যবসায়ী
- এলাচ
- কোটি টাকা