You have reached your daily news limit

Please log in to continue


মহা বিড়ম্বনার পর সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ দল

একটা সময় ছিল, বিশ্বকাপের দলগুলো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটেই এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেত, ভোগান্তিও হতো। সুবিধামতো সময়ে ফ্লাইট পাওয়ার সমস্যা তো ছিলই, সঙ্গে আকাশপথে কৌতূহলী সহযাত্রীদের অটোগ্রাফ-সেলফির দাবি মেটানোর বিড়ম্বনা। সেসব থেকে মুক্তি মিলেছে অনেক দিন আগেই। এখন বিশ্বকাপে দলগুলো এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যায় চার্টার্ড ফ্লাইটে।

চার্টার্ড ফ্লাইট মানে ভাড়া করা বিশেষ বিমান। তার মানে তো আর কোনো ঝামেলা নেই। বিমানবন্দরে গিয়ে বিমানে ওঠো, আর গন্তব্যস্থলে নেমে পড়ো, সাধারণত এমনই হয়। তবে কখনো কখনো ব্যতিক্রমও হয়। তাই বলে এতটা? চার্টার্ড ফ্লাইটে যাওয়ার পরও বাংলাদেশ দলের জন্য নিউইয়র্ক থেকে সেন্ট ভিনসেন্টে যাওয়াটা যেমন বিভীষিকা হয়ে গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন