চেহারায় অভিব্যক্তি প্রকাশ করা রোবট বানাচ্ছে চীনা কোম্পানি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ২০:৩৩
কারো চেহারায় কোনো আবেগ বা অভিব্যক্তি প্রকাশ না পেলে অনেকেই তাকে বলেন রোবটিক চেহারা। এই বিষয়টিই সম্ভবত পাল্টে দিতে চাইছে এক চীনা কোম্পানি।
চীনের রোবট নির্মাতা কোম্পানি ‘এক্স-রোবটস’-এর কারখানায় প্রকৌশলীরা বিভিন্ন এমন হিউম্যানয়েড রোবট বানাচ্ছেন, যেখানে মূল মনযোগ রোবটের চেহারায় অভিব্যক্তি ও আবেগ বাড়ানোর দিকে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবট
- প্রকাশ
- অভিব্যক্তি