প্রতিদিন সকালে রিচার জন্য নাশতা বানিয়ে ঘর থেকে বের হন আলী
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১১ জুন ২০২৪, ২০:২৩
                        
                    
                রিচা চাড্ডা আর আলী ফজলের হিসাবে হয় ৩! কেননা, আগামী জুলাইয়ে এই দম্পতি তাঁদের সংসারে নতুন অতিথিকে আমন্ত্রণ জানাতে চলেছেন। দুজনে মিলে তিন হতে চলেছেন তাঁরা।

সিনেমার সেটে প্রথম দেখায় প্রেম, এক দশক প্রেম চলার পর ধুমধাম করে বিয়ে, অতঃপর তাঁরা সুখে–শান্তিতে বসবাস করতে লাগলেন, এ রকম একবাক্যের একটা ভালোবাসার গল্পের আদর্শ উদাহরণ বলিউড তারকা রিচা চাড্ডা ও আলী ফজল।