নাটকীয়তার পর ভারতের শেয়ারবাজারে নতুন রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১৫:৫৮
রোববার নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জোট দিল্লিতে তৃতীয়বারের মতো সরকার গঠনের পরদিন সোমবার নতুন রেকর্ড স্পর্শ করে ভারতের শেয়ারবাজার। এদিন বাজার খোলার পরেই সূচকগুলোর দ্রুত উত্থান শুরু হয়। সর্বকালের রেকর্ড গড়ে সেনসেক্স ও নিফটি।
গতকাল ৭৭ হাজার পয়েন্টে উঠে যায় ভারতের শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স। নজিরবিহীন এই উচ্চতায় ওঠার পর অবশ্য সেনসেক্স কিছুটা নেমেছে। সেনসেক্সের মতো গতকাল নিফটিও সর্বকালের রেকর্ড গড়ে ২৩ হাজার ৪১১ দশমিক ৯০ পয়েন্টে উঠে যায়। এরপর এই সূচকও সেনসেক্সের মতো কিছুটা পড়ে যায়। ৭৭ হাজার ৭৯ দশমিক ০৪ পয়েন্টে ওঠার পর ২০৩ দশমিক ২৮ পয়েন্ট পড়ে সেনসেক্স ৭৬ হাজার ৪৯০ দশমিক ০৮ পয়েন্টে নেমে আসে। নিফটির পতন হয় ৩০ দশমিক ৯৫ পয়েন্ট; নেমে আসে ২৩ হাজার ২৫৯ দশমিক ২০ পয়েন্টে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শেয়ারবাজার
- ভারতে
- নাটকীয়তা