১৪ বছর পর ঢাকায় এসে যা বললেন অর্জুন রামপাল

প্রথম আলো প্রকাশিত: ১০ জুন ২০২৪, ১৭:০০

৬ জুন দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখেন বলিউড তারকা, প্রযোজক ও মডেল অর্জুন রামপাল। ৭ জুন হাঁটলেন দেশীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেমের শোতে। ৮ জুন ফিরে গেছেন ভারতের মুম্বাইয়ে। এর আগে বাংলাদেশে অর্জুন এসেছিলেন ২০১০ সালের ডিসেম্বরে। সেবার শাহরুখ খান ও রানী মুখার্জির সঙ্গে আর্মি স্টেডিয়ামে ‘কিং খান লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নেন। জুরহেমের নতুন নতুন সংগ্রহের প্রতিটি শোতে খুব অল্প মানুষ আমন্ত্রিত থাকেন। সংখ্যাটা সাধারণত ২৫০ জন। রানওয়ে এমনভাবে সাজানো হয়, যেন মনে হয় দর্শকও শোয়ের একটা অংশ।


তবে এবার অর্জুন রামপাল আসায় আরও বেশি মানুষকে আমন্ত্রণ জানিয়েছিল জুরহেম। সংখ্যাটা অবশ্য ৩২০–এর বেশি ছিল না। আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগই ছিলেন ব্র্যান্ডটির প্রথম সারির ক্রেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও