সম্প্রতি ম্যালওয়্যারযুক্ত বার্তা পাঠিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও তারকার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করেছেন সাইবার অপরাধীরা। বিষয়টি জানার পরপরই ত্রুটি শনাক্তে কাজ শুরু করে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি। টিকটক অ্যাপের ডিরেক্ট মেসেজ অপশনে খুঁজে পাওয়া যায় ‘জিরো ডে’ ঘরানার নিরাপত্তা ত্রুটি। টিকটকের তথ্য মতে, এই ত্রুটি কাজে লাগিয়েই সিএনএন, সনি ও প্যারিস হিলটনের মতো প্রতিষ্ঠান ও তারকার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আর তাই অন্য ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দ্রুত জিরো ডে ত্রুটিটির সমাধান করা হয়েছে।
জিরো ডে ত্রুটি হলো অ্যাপ বা সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে সাইবার অপরাধীরা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়। জানা গেছে, টিকটকে থাকা নিরাপত্তা ত্রুটিটির কারণে অন্যদের পাঠানো বার্তার লিংকে ক্লিক না করলেও স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করিয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারতেন সাইবার অপরাধীরা।
You have reached your daily news limit
Please log in to continue
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ত্রুটি ঠিক করল টিকটক
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন