You have reached your daily news limit

Please log in to continue


আনার হত্যা: সিয়ামকে নিয়ে কলকাতার খালে তল্লাশি, মিলেছে ‘হাড়গোড়’

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের বাগজোলা খালে পুলিশের তল্লাশিতে ‘হাড়গোড়’ উদ্ধার হওয়ার খবর এসেছে।

আনন্দবাজার লিখেছে, ওই হাড় আনারের কি না, তা শনাক্ত করতে এখন ফরেনসিক পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সিয়ামকে নিয়ে খালে তল্লাশি চালানোর ছবিসহ খবর প্রকাশ করেছে পশ্চিমঙ্গের বাংলা সংবাদমাধ্যমগুলো। রোববার কয়েকটি পত্রিকা উদ্ধার হওয়া হাড়ের ছবিও প্রকাশ করেছে।

তবে আনার হত্যার তদন্তের দায়িত্বে থাকা কলকাতা সিআইডির তফর থেকে হাড় উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, জিজ্ঞাসাবাদে সিয়ামের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকালে তাকে নিয়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি পুলিশ।

এ সময় নৌ সেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিমও সিআইডির সঙ্গে ছিল। প্রথমে তারা খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। পরে সেখানে একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন