You have reached your daily news limit

Please log in to continue


গাজা থেকে ৪ জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে চারজন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী আজ শনিবার জানিয়েছে, এ অঞ্চলের নুসেইরাত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া চারজন জিম্মি হলেন নোয়া আরগামানি (২৫), আলমগ মেইর জান (২১), আন্দ্রি কোজলভ (২৭) ও শলোমি জিভ (৪০)। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের একটি গানের উৎসব থেকে হামাস সদস্যরা তাঁদের অপহরণ করেছিলেন বলে দাবি করেছে ইসরায়েল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন