![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252Fddd6fc3c-c1b1-4be4-b601-251c149a3aa0%252Fsl_dsc05326__27_Jan_24.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D0.8)
রাঙামাটির ভাসমান বাজারের এই ছবি যুক্তরাজ্যে পুরস্কার পেয়েছে, দেখুন জয়ী ১০ ছবি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ১৬:৪৮
পুরস্কারটির নাম ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’। যুক্তরাজ্যের বাজারে ‘পিংক লেডি’ মূলত সুস্বাদু আপেলের ব্র্যান্ড। ফলের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি এক দশক ধরে খাদ্যবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করছে।
গত ৫ জুন ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের বর্ষসেরা ছবিসহ প্রতিযোগিতার ২৬ শ্রেণিতে স্থান পাওয়া ছবিগুলোর নাম। এর মধ্যে তিনটি শ্রেণিতে বাংলাদেশি তিন আলোকচিত্রীর ছবি বিজয়ী হয়েছে, সম্মানজনক স্বীকৃতি পেয়েছে আরও কয়েকজনের ছবি। এবারের প্রতিযোগিতায় বর্ষসেরা হয়েছে চীনের আলোকচিত্রী ঝংহুয়া ইয়াংয়ের তোলা একটি ছবি।