শিশুর র‍্যাশ উঠলে কী করবেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ১৪:৩১

বৃষ্টি আর স্যাঁতসেঁতে আবহাওয়ায় মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয় শিশুর। এর মধ্যে শরীরে র‍্যাশ অন্যতম। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার বিরূপ প্রভাব, ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের সংক্রমণ, অ্যালার্জিক রি-অ্যাকশন, ফুড অ্যালার্জি ইত্যাদি কারণে ত্বকে র‌্যাশ হতে পারে।


লক্ষণ 



  • ত্বকের কোনো কোনো জায়গা 

  • লাল হয়ে যাওয়া

  • চুলকানো 

  • ফুলে যাওয়া

  • ফুসকুড়ি ওঠা। 


প্রতিকার



  • শিশুর ত্বক শুকনো রাখুন। ত্বক ভালো করে মুছে ময়শ্চারাইজার ও গরমের সময় ল্যাক্টোক্যালামাইন ব্যবহার করতে পারেন।

  • শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার সুতির জামাকাপড় পরান। সিনথেটিক কিংবা আঁটসাঁট পোশাক পরানো থেকে বিরত থাকুন। 

  • বৃষ্টিতে ভিজলে সাধারণ পানি দিয়ে শরীর মুছে দিয়ে শুকনো পোশাক পরিয়ে দিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও