পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ আনছে অ্যাপল
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ২১:১৭
পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করে সহজেই এক বা একাধিক পাসওয়ার্ড অনলাইনে সংরক্ষণ করা যায়। ফলে ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের জন্য বারবার পাসওয়ার্ড লিখতে হয় না। এবার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নতুন পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ তৈরি করেছে অ্যাপল। ‘পাসওয়ার্ডস’ নামের অ্যাপটি আগামী মঙ্গলবার নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।
বর্তমানে আইক্লাউড কিচেইনের মাধ্যমে ব্যবহারকারীদের পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা দিয়ে থাকে অ্যাপল। সেটিংস অ্যাপের সঙ্গে যুক্ত আইক্লাউড কিচেইনের মাধ্যমে পাসওয়ার্ড তৈরি এবং সংরক্ষণ করা গেলেও ব্যবহার পদ্ধতি বেশ জটিল ও সময়সাপেক্ষ। তবে নতুন পাসওয়ার্ডস অ্যাপটির মাধ্যমে সহজে একাধিক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংরক্ষণের পাশাপাশি সেগুলো দ্রুত ব্যবহার করা যাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে