![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252Fa2bd6bd9-f5d7-43d9-a3a5-baf542b97cc2%252FUntitled_1.jpg%3Frect%3D0%252C0%252C800%252C533%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
কাগজে–কলমে না হলেও লোকসভায় কংগ্রেসের আসন বেড়ে দাঁড়াল ১০১
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৬:২৩
খাতা–কলমে ও সংসদীয় রীতি অনুযায়ী না হলেও ভারতের লোকসভায় কংগ্রেসের শক্তি এক শ পার হয়ে গেল। মহারাষ্ট্রের সাংলি লোকসভা আসন ও বিহারের পূর্ণিয়া আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র দুই প্রার্থী কংগ্রেসের সঙ্গে থাকার কথা জানিয়ে দিয়েছেন।
মহারাষ্ট্রের সাংলি থেকে জয়ী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিশাল পাটিল। গতকাল বৃহস্পতিবার দিল্লি এসে কংগ্রেসের সঙ্গে থাকার কথা জানিয়ে দিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে গতকাল দেখা করে তিনি বলেন, বংশানুক্রমে তাঁর পরিবার কংগ্রেস করে আসছে। নিজেকেও তিনি তা–ই মনে করেন। কিন্তু সংসদীয় রীতি অনুযায়ী সরাসরি যোগ দিতে না পারলেও কংগ্রেসের সঙ্গেই তিনি থাকবেন। কাজ করবেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কাগজে-কলমে
- কংগ্রেস
- লোকসভা