গুগল ডকস-এ আউটলাইন তৈরি করবেন যেভাবে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ২০:৪৪
অনলাইন ওয়ার্ড প্রসেসর গুগল ডকস-এর আউটলাইন ফিচারটি অনেকটা টেবল অফ কনটেন্টস বা সূচীপত্রের মতো, এটি লেখা বা নথির ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। আর, এটি খুব সহজেই তৈরি করা সম্ভব।
এটি গুগল ডকস পণ্যের ফিচার হওয়াতে, যে কেউ ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস। ফিচারটি নথির ‘হেডিংস’ বা শিরোনামের ওপর নির্ভর করে। যদি একটি ডকুমেন্টে কোনো শিরোনাম না থাকে, সেটি কয়েক লক্ষ শব্দের হলেও, আউটলাইন ফিচারটি কাজ করবে না।
পাশপাশি, টেবল অফ কনটেন্টস নিজে নিজে আপডেট হয় না। শিরোনাম পরিবর্তন করলে, টেবল অফ কনটেন্টস রিফ্রেশ করতে আপডেট বোতামে ক্লিক করতে হবে। তবে, এতে বাড়তি কাস্টমাইজেশনের সুযোগ থাকে, যেমন শিরোনামের আকার, ও ফন্টের শৈলী এবং রং পরিবর্তন করা; যেটি আউটলাইনে থাকে না। এ সেটিংগুলো লেখার কনটেন্টস কে প্রভাবিত করে না।