You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানকে হারানোর কৌশল ফাঁস করলেন রোহিত!

আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেলেও বিশ্রামের সুযোগ নেই ভারতের। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তান। কোনো কারণে পাকিস্তানের কাছে ম্যাচ হারলেই নেমে আসবে সমালোচনার বান। আর তাতে ফুরসতের সুযোগ নেই ভারতীয় দলের সামনে। আর তাই তো আয়ারল্যান্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেশি প্রসঙ্গ এসেছে পাকিস্তান ম্যাচের সমীকরণ নিয়ে। যেখানে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে জিততে হলে তাদের ১১ জনকেই অবদান রাখতে হবে।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারত। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশর বিপক্ষে ৬০ রানের জয় পায় ভারত। আর গতকাল আয়ারল্যান্ডকে মাত্র ৯৬ রানে অলআউট করে ভারত ম্যাচ জিতে নেয় ৮ উইকেটের বড় ব্যবধানে। এক ভেন্যুতে দুই ম্যাচ খেলে কন্ডিশনে ধাতস্থ হতে কিছুটা এগিয়ে রয়েছে ভারত। তবে এখনও তাদের শঙ্কার জায়গা নিউইয়র্কের পিচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন