 
                    
                    নতুন কর্মী প্রবেশে সুখবর নেই, কঠোর অবস্থানে মালয়েশিয়া
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১৭:০০
                        
                    
                ৩১ মে থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার দরজা বন্ধ হয়ে গেছে। ফলে এরপর থেকে দেশটিতে আর ঢুকতে পারছেন না কোনো বাংলাদেশি শ্রমিক। এ বিষয়ে আপাতত কোনো সুখবর নেই। উল্টো মালয়েশিয়া সরকার আরও কঠোর অবস্থানে।
ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের বিষয়ে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                