‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতায় সেরা হলেন কারা
নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম এমপাওয়ার’ দল। মাহমুদা নাঈম, সুমাইয়া তারিক, প্রিমা সরকার, বুশরা হাসান ও পুষ্পিতা খানের সমন্বয়ে গড়া দলটি ‘ধারা’ নামের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে তিন লাখ টাকার পুরস্কার পেয়েছে। চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে ‘টিম টেরা ওয়াট’ ও ‘স্পার্কল স্কোয়াড’। ‘টেরা বিন’ ও ‘সোলনেট’ নামের প্রকল্প উপস্থাপন করে যথাক্রমে দুই লাখ এবং এক লাখ টাকার পুরস্কার পেয়েছে দল দুটি।
এ ছাড়াও ব্যক্তিগত নৈপুণ্যের জন্য কায়সারী ফেরদৌস, মাহমুদা নাঈম, সুমাইয়া তারিক ও সাফরিনা কবির সেরা প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন চীনে গিয়ে উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রতিযোগিতা
- সেরা