You have reached your daily news limit

Please log in to continue


পেট ভালো রাখবে যে ৪ খাবার

পেটের স্বাস্থ্য ভালো রাখা সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেটের স্বাস্থ্য বজায় রাখার জন্য সব সময় বাইরের উপাদান বা বিশেষ খাদ্যের প্রয়োজন হয় না। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ ডিক্সা ভাবসার সাভালিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে পাঁচটি খাবারের কথা শেয়ার করেছেন, যার সবকটিই আপনার রান্নাঘরে পাওয়া যাবে। রান্নায় ব্যবহার করা হোক বা প্রতিকার হিসাবে খাওয়া হোক না কেন, এগুলো আপনার পেট ভালো রাখার সহজ কিন্তু শক্তিশালী উপাদান। চলুন জেনে নেওয়া যাক সেই ৫ খাবার সম্পর্কে

১. আদা

আদা হজমের স্বাস্থ্যের জন্য একটি পাওয়ার হাউস। তাজা কিংবা শুকনো যেভাবেই ব্যবহার করা হোক না কেন, আদা রস, ক্বাথ বা তেল হিসাবে ব্যবহার করলে বমি বমি ভাব, পেশী ব্যথা, কাশি, সর্দি, গলা ব্যথা এবং পেট ফাঁপা উপশমে সহায়তা করে। এটি বদহজম এবং প্রদাহের সমস্যায়ও সাহায্য করে। এটি ক্ষতিকর কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে।

২. বাটারমিল্ক

বাটারমিল্ক সহজপাচ্য এবং অতিরিক্ত কফ ও বাতের ভারসাম্য বজায় রাখে। দুপুরের খাবারের সঙ্গে খেলে এটি সবচেয়ে ভালো কাজ করে। বাটারমিল্ক হজমের উন্নতি করে, প্রদাহ কমায়, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং প্লীহাজনিত ব্যাধি দূর করে। এর টক-মিষ্টি স্বাদ আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় একটি সতেজ এবং উপকারী সংযোজন হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন