নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদ এবং বিরোধী জোটের চ্যালেঞ্জ
ভারতের লোকসভা নির্বাচনে 'আবকি বার ৪০০ পার (Abki Bar 400 Paar)' অর্থাৎ চারশ’র বেশি আসনে জয়ের বিষয়ে প্রত্যয়ী ছিল বিজেপি। কিন্তু এই পর্যন্ত ঘোষিত ব্যালট বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯২ আসনে জয়ী হয়েছে, আর প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতৃত্বে 'ইন্ডিয়া' জোট পেয়েছে ২৩৩ আসন।
ভারতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন। সেই হিসাবে, এনডিএ সরকার জোট গঠন করতে পারবে। কিন্তু, একক সংখ্যাগরিষ্ঠতায় আর সরকার গঠন হচ্ছে না বিজেপির। কারণ এই পর্যন্ত ঘোষিত ফলে তারা ২৪০টি আসন পেয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসন পেয়েছিল। নির্বাচনী ফল ঘোষণায় এনডিএ জোট ৩০০-এর কাছাকাছি আসন পেতে চলেছে এটি প্রায় নিশ্চিত।
বিজেপির জন্য বড় দুঃসংবাদ হলো দুই লোকসভায় দলের একক যে সংখ্যাগরিষ্ঠতা ছিল—এবার তা থাকছে না। ফলে জোটের দুই মিত্র দল—অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল-ইউনাইটেড (জেডি–ইউ)-এর ওপর আরও নির্ভরশীলতা বাড়বে বিজেপির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন এটা যেমন ঠিক তেমনি ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট আগের চেয়ে আরও গতিশীল এবং চ্যালেঞ্জিং হবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট, যা প্রায় এক দশক ধরে ভারতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে।
অন্যদিকে ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স) ব্লক এই নির্বাচনে আশ্চর্যজনকভাবে একটি শক্তিশালী জোট হিসেবে আবির্ভূত হয়েছে। এই জোট, আঞ্চলিক এবং জাতীয় দলগুলোর একটি বৈচিত্র্যময় সমষ্টি যা বিজেপির জোটের বিরুদ্ধে একত্রিত হতে পেরেছে এবং একটি প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশের ইঙ্গিত দিচ্ছে।
৪০০টিরও বেশি আসনের লক্ষ্য থাকা সত্ত্বেও, এনডিএ ২৯২টি আসনে জয় পেয়েছে এবং একটি আসনের ফলাফল এখনো বাকি রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লক ২৩৩টি আসনে জয়ী হয়েছে। এককভাবে বিজেপি ৩৭০টি আসনের লক্ষ্য নির্ধারণ করেছিল কিন্তু ২৪০টি আসনে জয়লাভ করে যা ভোট ফেরত জরিপের তুলনায় অনেক কম।
- ট্যাগ:
- মতামত
- লোকসভা নির্বাচন
- নরেন্দ্র মোদি