চিকেনের যে কোনো পদই মুখোরোচক। চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন ললিপপ, চিকেন পাকোড়া, চিকেন উইংস, বারবিকিউ চিকেন ইত্যাদি পদের নাম শুনলেই জিভে পানি চলে আসে অনেকেরই।
এসবের মধ্যে আরও এক পদ আছে, সেটি হলো চিকেন পপকর্ন। ছোট-বড় সবারই পছন্দের চিকেনের পদ এটি। শুধু চিকেন ফ্রাইডের দোকান বা রেস্টুরেন্টেই নয়, চাইলে ঘরেও তৈরি করতে পারবেন চিকেন পপকর্ন।