বাটলারের সামনে ইতিহাসের হাতছানি
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ০৮:১৮
এউইন মরগানের অবসরের দুই বছর হয়ে গেল। জস বাটলারও ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করছেন দুই বছর ধরে। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড দুটি বিশ্বকাপও খেলে ফেলেছে—একটি টি-টোয়েন্টি, আরেকটি ওয়ানডের বিশ্বকাপ। একটিতে ইংল্যান্ড হয়েছে চ্যাম্পিয়ন, আরেকটিতে সপ্তম।
মরগানের অবসরের কয়েক মাস পরেই অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেন বাটলার। কিন্তু সেই দলটা আসলে কতটা বাটলারের ছিল? সেবার দলে ছিলেন বেন স্টোকসের মতো তারকা। লম্বা বিরতির পর বিশ্বকাপ দিয়ে ফিরেই দারুণ খেলেছেন অ্যালেক্স হেলস। মার্ক উড, স্যাম কারেন, আদিল রশিদ, মঈন আলী—নামগুলো তো মরগানের দলেরই চেহারা ফুটিয়ে তোলে!
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- জস বাটলার