![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F5d0fc06e-f7cb-4cfd-aead-fc5b3d4be944%252FUntitled_3.jpg%3Frect%3D0%252C0%252C640%252C427%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D768%26dpr%3D0.7)
বিকল্প বাজেটের আকার প্রায় ১০ লাখ কোটি টাকা কমাল অর্থনীতি সমিতি
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ২০:১৭
বেশ কয়েক বছর ধরে বিকল্প বাজেট দিয়ে আসছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সরকারের বাজেটের মতো সমিতির বিকল্প বাজেটের আকারও প্রতিবছর বাড়ে। যদিও এবার বিকল্প বাজেটের আকার প্রায় ১০ লাখ কোটি টাকা কমিয়েছে অর্থনীতি সমিতি।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২০ লাখ ৯৪ হাজার কোটি টাকার বিকল্প বাজেটে প্রস্তাব করেছিল অর্থনীতি সমিতি। তবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য তারা ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে। তাদের এই বাজেটের আকার চলতি অর্থবছর সরকারের বাজেটের তুলনায় ১ দশমিক ৫৭ গুণ বেশি। একই সঙ্গে আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী যে বাজেট দিতে যাচ্ছেন, তার তুলনায় ১ দশমিক ৪৯ গুণ বেশি হবে। জাতীয় সংসদে আগামী ৬ জুন অর্থমন্ত্রী প্রায় আট লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন।