মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতে বেশ কয়েকটি দাবদাহে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে আর এ সময় প্রায় ২৫ হাজার মানুষ সম্ভাব্য হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে দেশটির মানুষ গরমে বেশি ভুগেছে মে মাসে, এ সময় রাজধানী দিল্লি ও নিকটবর্তী রাজ্য রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল।
এর বিপরীত চিত্র দেখা গেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। এখানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছু এলাকা বিপর্যস্ত হয়েছে। ঝড়টির প্রভাবে আসামে গত মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টি হচ্ছে আর ১৪ জনের মৃত্যু হয়েছে।