রূপপুর প্রকল্প শেষ হবে না, আমরাই শেষ হয়ে যাব: মির্জা ফখরুল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ১৫:৩২
ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এমন এমন সব প্রকল্প করেছে, তার মধ্যে একটা হলো রূপপুর পারমাণবিক প্রকল্প। কোনো দিনই শেষ হবে না। আমরাই ঋণ শোধ করতে করতে শেষ হয়ে যাব।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ঋণ নিয়ে নিয়ে একজন ঋণগ্রস্ত লোকের অবস্থা যেমন হয়, দেশের অর্থনীতিকে তেমন করে ফেলেছে। কত দায়িত্বহীনতা! ভবিষ্যৎ প্রজন্মকে লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার টাকা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে