You have reached your daily news limit

Please log in to continue


সাবেক সেনাপ্রধান আজিজের ভাইয়ের ভুয়া পরিচয় তৈরিতে তিন সেনা কর্মকর্তার ‘সুপারিশ’ নিয়েও প্রশ্ন

মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ হাসান নামে নতুন পরিচয় ধারণ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই হারিছ আহমেদ। জমির দলিলসহ প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রের জন্য ভুয়া পরিচয় তৈরিতে তিনজন সেনা কর্মকর্তার ‘সুপারিশ’ ব্যবহার করার অভিযোগ উঠেছে।

এর মধ্যে দুজন সেনা কর্মকর্তার একজন প্রথম আলোর কাছে দাবি করেছেন, তাঁরা এ ধরনের কোনো সুপারিশ করেননি। আরেকজন দাবি করেছেন, একটি দলিলে থাকা সই তাঁর সইয়ের কাছাকাছি। কিন্তু এটি তাঁর সই নয়। ফলে সাবেক সেনাপ্রধানের ভাইয়ের ভুয়া পরিচয় তৈরিতে সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভুয়া সুপারিশ করা হয়েছিল কি না, সে প্রশ্নও সামনে এসেছে।

দেশের একাধিক থানা ও আদালতের নথিপত্র, সাজা মওকুফ চেয়ে (আজিজের আরেক ভাই তোফায়েল আহমেদ জোসেফের জন্য) মায়ের করা আবেদনসহ সাজা মওকুফের সরকারি প্রজ্ঞাপনে দেখা যায়, হারিছের বাবার নাম রয়েছে আব্দুল ওয়াদুদ ও মায়ের নাম রেনুজা বেগম। কিন্তু হারিছ যে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নিয়েছেন, তাতে বাবার নাম সুলেমান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন