শত স্টেশনে থামে না ট্রেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৯:৩৬

টাঙ্গাইলের করটিয়ার কাপড়ের হাট ও সরকারি সা’দত কলেজের কথা বিবেচনা করে ২০১৫ সালে করটিয়ার কাছে সোনালিয়া এলাকায় রেলস্টেশন নির্মাণ করে কর্তৃপক্ষ। তবে ৯ বছরেও স্টেশনটি চালু হয়নি। ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুরের প্রায় ১০ লাখ মানুষ রেলওয়ের সেবা থেকে বঞ্চিত রয়েছে। সোনালিয়া গ্রামের বাসিন্দা সেলিম মিয়া বলেন, এই স্টেশন চালু হলে সা’দত কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ হতো। দেশের অন্যতম বৃহৎ কাপড়ের হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের পরিবহন ব্যয় কমত।


রেলওয়ের টাঙ্গাইলের স্টেশনমাস্টার তারিকুল ইসলাম বলেন, করটিয়া স্টেশনটি এখনো চালু হয়নি লোকবল বরাদ্দ না হওয়ায়। কবে চালু হবে, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। ঢাকা রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।


করটিয়াসংলগ্ন স্টেশনটির মতো সারা দেশে ১১২টি রেলস্টেশন বন্ধ আছে। বেশির ভাগ স্টেশন বন্ধ জনবল-সংকটের কারণে। অঞ্চলভিত্তিক বিভিন্ন স্টেশন চালু করার উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও তা কাজে আসছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও