![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F0b2b7e17-952e-45d0-90cc-1cc27dc2269b%252FZabir_Ahmed.jpg%3Frect%3D3%252C0%252C1598%252C1065%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কমিটি, সভাপতি দিলীপ-সা. সম্পাদক জাবির
প্রথম আলো
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ১২:৪৩
বামপন্থী ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দিলীপ রায়কে সভাপতি ও জাবির আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিলীপ রায় সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক। জাবির আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
দুই দিনব্যাপী কাউন্সিল শেষে আজ শুক্রবার বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যের নতুন কমিটিতে দুটি সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ১৬তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন ঐতিহাসিক ১১ দফার অন্যতম প্রণেতা ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক দীপা দত্ত। উদ্বোধনী সমাবেশ শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।
- ট্যাগ:
- রাজনীতি
- কমিটি গঠন
- ছাত্র সংগঠন