কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অংশ নেওয়ার আগে নিরাপত্তাকর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকেছেন সোওয়া পন্টিজস্কা নামের ইউক্রেনীয় মডেল।
একই ধরনের অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের অভিনেত্রীদের কাছ থেকে।
আরো কয়েকজনের সঙ্গে লাল গালিচায় অংশ নেওয়ার কথা ছিল পন্টিজস্কার। ফ্রান্সের সাগরপাড়ে গত ১৪ মে এই উৎসব শুরু হয়েছিল, উৎসবের পর্দা পরে ২৫ মে।