You have reached your daily news limit

Please log in to continue


দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পের প্রতি রিপাবলিকান দাতাদের জোরালো সমর্থনের প্রতিশ্রুতি

ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের প্রতি জোরালো সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তাঁর দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী দাতারা। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তাঁকে লাখ লাখ ডলারের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা করা হয়। মামলায় গতকাল নিউইয়র্কের একটি আদালত ওই ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন নথিপত্র জাল করার অপরাধে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করেছেন।

রক্ষণশীল ভাবধারার অনেক দাতা ট্রাম্পের বিরুদ্ধে করা এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখে থাকেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। তিনি দাবি করছেন, নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট শিবির তাঁকে দুর্বল করার চেষ্টা করছে। আর তাঁর এ কথার সঙ্গে সুর মেলাচ্ছেন ওই দাতারা। তবে বাদীপক্ষের কৌঁসুলিরা তাঁর এ দাবিকে অসত্য বলে নাকচ করে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন