চিকিৎসক সাবিরা কেন খুন হয়েছেন, জানা যায়নি ৩ বছরেও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ২১:১২
ঢাকার কলাবাগানের বাসা থেকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির লাশ উদ্ধারের পর তিন বছর পার হলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
আদালতে বারবার তারিখ পড়লেও তদন্ত প্রতিবেদন দিতে পারছেন না তদন্ত সংস্থা পিবিআই। তদন্তে নেমে সাবিরার স্বামী এ কে এম সামছুদ্দিন আজাদকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করলেও পুলিশ ‘সদুত্তর’ পায়নি। তাকে সন্দেহের তালিকায় রেখেই তদন্তের কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. জুয়েল মিঞা।
সবশেষ এই মামলায় গত ১৬ মে প্রতিবেদনের দাখিলের তারিখ ছিল। সেদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম শাকিল আহম্মেদ ১ জুলাই নতুন তারিখ রাখেন। এ নিয়ে ২৯ দফা প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই সাফায়েত আলী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার কারণ
- চিকিৎসক হত্যা